Wednesday, August 19, 2015

যাও পাখি বলো তারে



Title : যাও পাখি বলো তারে

Artist : কৃষ্ণকলি ইসলাম

Movie : মনপুরা

মনপুরা



সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে
বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার ঝরে কথা
এপার ওপার কোন পার একা ( বার )
যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেকো মনে রেখো আমারে
মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড় আসা ( বার )
যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেকো মনে রেখো আমারে
সোনার পালঙ্কের ঘরে লিখেরেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে

Song Download Link : Click Here

1 comment:

  1. Best site for your song.
    Come in
    Than Download your choice-
    AmarSongBD


    ReplyDelete